Daily Sunshine

এমসিসি টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

Share

স্টাফ রিপোর্টার : মাষ্টার্স ক্রিকেট কার্নিভাল টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৪টায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী এর আয়োজনে মাষ্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) টেনিস ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়ার উপ-পুলিশ কমিশনার সাজিদ হাসান। ট্রফি এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সদস্য শেখ মোঃ মামুন ডলার সহ ১৪ দলের ওনার। উল্লেখ আগামীকাল শুক্রবার সকাল থেকে ১৪ দল নিয়ে এ টুর্ণামেন্ট শুরু হবে। ৪টি গ্রুপে সিঙ্গেল লীগের পর দ্বিতীয় পর্বে নক আউট ভিত্তিতে খেলা শেষ হবে। প্রতি শুক্রবার ও শনিবার মহিলা কমপ্লেক্সের দুইটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সকাল ৮.৩০টায় প্রথম খেলায় অংশ নিবে রাজশাহী সার্ক ও পদ্মা ওয়ারিয়ার্স। এ সময় অপর মাঠে নামবে ফাইটার রাজশাহী ও রাজশাহী লায়ন।

নভেম্বর ০৬
০৬:২৬ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

ইউএনডিপিতে চাকরির সুযোগ

ইউএনডিপিতে চাকরির সুযোগ

সানশাইন ডেস্ক: ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে। এসব পদে আবেদনের বিস্তারিত পাওয়া যাবে https://www.bd.undp.org/content/bangladesh/en/home/jobs.html লিংকে। পদগুলো হলো- ১. ন্যাশনাল কনসালট্যান্ট-ন্যাশনাল জিআইএস এক্সপার্ট ২. বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস স্পেশালিস্ট ৩. কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার ৪. প্রোগ্রাম সাপোর্ট ইন্টার্ন, ইউএনডিপি কান্ট্রি অফিস ৫. ইনক্লুসিভ ডিজিটাল ইকোনমি কনসালট্যান্ট

বিস্তারিত