Daily Sunshine

জেল হত্যা দিবস পালনে নগর আ’লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

Share

স্টাফ রিপোর্টার : ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায়কুমারপাড়াস্থ’ দলীয় কার্যালয়ে বোয়ালিয়া (পূর্ব) ও (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং এর অন্তর্ভূক্ত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাবেক আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, সাবেক সদস্য এনামুল হক কলিন্স, রবিউল আলম রবি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন সহ উক্ত দুই থানার অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদবৃন্দ।
জেলা হত্যা দিবসের কর্মসূচীসমূহ : ৩ নভেম্বর জেল হত্যা দিবসে কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়া¯’ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০.৩০ টায় কুমারপাড়া¯’ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী বের হবে। শোক র‌্যালী শেষে জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীর পাশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময়কালে ডাবলু সরকার জেল হত্যা দিবসের সকল কর্মসূচীসমূহে নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদবৃন্দের প্রতি আহ্বান জানান।

অক্টোবর ২৫
০৬:১৮ ২০২০

আরও খবর