Daily Sunshine

১১ বছর পর সোনামসজিদ বন্দরে নির্বাচন, ৩১ মনোনয়ন দাখিল

Share

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের প্রায় ১১ বছর পর আগামী ৩১ অক্টোবর নির্বাচন।
নির্বাচন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল গোফুর।
ইতোমধ্যে ৯৬ ভোটরের তালিকা প্রকাশ করা হয়েছে। গত শনিবার সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের নিবার্চনের জন্য ৩১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সভাপতি পদে আবদুল আওয়াল, শওকত জাহিদুল ইসলাম প্রিন্স ও ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক পদে আর.এম রশীদ, রুহুল আমীন ও বাবুল চৌধরী।
এছাড়া সহ-সভাপতি পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ২ জন, সহ-সাধারণ সম্পাদক ৪ জন ও অর্থ সম্পাদক ৩ জন বলে নির্বাচন কমিশনার আবদুল গোফুর জানিয়েছেন।
তিনি আরো জানান, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১১ বছর পর নির্বাচনে তারিখ ঘোষণার পর থেকেইে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের সদস্যরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। আগামী ২৭ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩১ অক্টোবর সোনামসজিদ পর্যটন মোটেলে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। নির্বাচনে সার্বিক পর্যবেক্ষণে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি জোবদুল হক।
গত ২০০৯ সালে বর্তমান সরকার (আওয়ামী লীগ) ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এনামুল হক সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে সিলেকসান কমিটি গঠন করেন। সেই থেকে স্থানীয় সংসদ সদস্যরা তাদের ইচ্ছা মাফিক কমিটি গঠন করে এ্যাসোসিয়াশেনের কার্যক্রম চালাছেন। গত কয়েক মাস আগে হঠাৎ করে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের দুটি গ্রুপের মধ্যে বিবাদ সৃষ্টি হলে অ্যাসোসিয়াশেনের কার্যক্রম স্থবির হয়ে যায়। সুযোগে সোনামসজিদ স্থবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান অ্যাসোসিয়াশেনের কার্যালয়ে তালা ঝুলিয়ে উভয় গ্রুপের মধ্যে সমাধান হলে আবারো কার্যালয় খুলে দেবার আশ্বাস দেন। বর্তমানে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের কার্যালয়টি স্থানীয় কাস্টমস কর্মকর্তা দখলে রেখেছেন।
পরবর্তিতে গত ৮ জুলাই শত্তকত জাহিদুল ইসলাম প্রিন্সকে আহবায়ক করে সিএন্ডএফ এজেন্টদের একটি আহবায়ক কমিটি গঠন হয়। সে আহবায়ক কমিটি নির্বাচন করা লক্ষে গত ২৩ সেপ্টেম্বর জয়নাল আবেদিনকে (মেসার্স জয়নাল আবেদিন) প্রধান করে ইয়াসিন আলী (হাসান এন্টারপ্রাইজ) ও রেজাউল করিম (হক এন্টারপ্রাইজ) একটি তত্তাবধায়ক কমিটি গঠন করেন। ঐদিনই সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে মধুমিতা এন্টারপ্রাইজ প্রোপাইটার আবদুল গোফুরকে প্রধান নির্বাচন কমিশনার করে ও কনসাল ইন্টান্যাশনালের প্রোপাইটার আনিসুজ্জামান (ফল) ও মেসার্স বড়সাহেব এজেন্সির প্রোপাইটার মুকলেসুর রহমানকে নিয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যেই নির্বাচনের প্রস্ততির কাজ শুরু করেছেন। নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্থান্তর করা হবে ৪ নভেম্বর।

অক্টোবর ১৯
০৬:২৬ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

দুরারোগ্য মিনিংগোসেলে আক্রান্ত শিশু ইমলা

দুরারোগ্য মিনিংগোসেলে আক্রান্ত শিশু ইমলা

স্টাফ রিপোর্টার: দুরারোগ্য মিনিংগোসেল রোগ নিয়ে পৃথিবীতে আসা শিশু আয়াতী খাতুন ইমলা। বয়স মাত্র ১০ মাস। ছোট্ট এই শিশুটির এখন পরিবারের সবার কোলে আদরে আদরে বেড়ে ওঠার সময়। কিন্তু দুরারোগ্য রোগ নিয়ে শিশুটির যন্ত্রণার সময় কাটে বিছানায়। তার কান্নার শব্দে কষ্ট পায় পুরো পরিবার। কিন্তু ব্যবস্থা হচ্ছে না তার চিকিৎসার।

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

প্রথম শ্রেণিতে নিয়োগ পাচ্ছেন ৫৪১ জন ননক্যাডার

প্রথম শ্রেণিতে নিয়োগ পাচ্ছেন ৫৪১ জন ননক্যাডার

|সানশাইন ডেস্ক: ৩৮তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার থেকে প্রথম শ্রেণির বিভিন্ন পদে ৫৪১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৮তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রথম শ্রেণির (৯ম গ্রেড) বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করা

বিস্তারিত