Daily Sunshine

আরও কঠিন অনিশ্চয়তায় বাংলাদেশের লঙ্কা সফর

Share

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের শ্রীলঙ্কা সফর আরও কঠিন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) নিজ দেশের কোভিড-১৯ টাস্কফোর্সের রীতি ভাঙতে পারবে না। ফলে এসএলসির দেয়া শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি না হলে টাইগারদের লঙ্কা অভিযান স্থগিত করা হবে। এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভার বরাত দিয়ে এমন খবরই এসেছে বিভিন্ন গণমাধ্যমে।
আগামীকাল রবিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফলে যাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে ৭ দিন কোয়ারেন্টিনে থেকে অনুশীলনে নামতে চেয়েছিল বাংলাদেশ। তবে ১৪ দিনের কোয়ারেন্টিনের সিদ্ধান্তে অনঢ় এসএলসি। এছাড়াও বাংলাদেশ দলকে একাধিক স্বাস্থ্য নির্দেশনাও দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার পর বিসিবিকে লঙ্কান বোর্ড জানিয়েছে, সেখানে গিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং ৩০ জনের বেশি যাওয়া যাবে না। এছাড়াও আরও কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে।
লঙ্কান বোর্ডের এসব শর্তের পাল্টা জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়েছেন, এত শর্ত দিলে শ্রীলঙ্কা সফরে দল পাঠানো হবে না। লঙ্কান ক্রিকেট বোর্ড বিসিবির দাবিগুলো কোভিড-১৯ টাস্কফোর্সে অনুমোদন করাতে পারেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ টেস্টের সিরিজ হওয়া না-হওয়া এখন পুরোটাই বাংলাদেশের ওপর নির্ভর করছে।
তবে আশা ছাড়ছেন না এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, লঙ্কা সফরে আসবে বাংলাদেশ। দেশ হিসেবে করোনা মহামারি নিয়ন্ত্রণে আমরা খুবই সফল হয়েছি। সেজন্যই কঠোর স্বাস্থ্য নির্দেশিকা মানতে হচ্ছে আমাদের। আমরা বিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি, একটা সমাধান বের হবে এবং সিরিজটি মাঠে গড়াবে।’

সেপ্টেম্বর ২৬
০৬:০৮ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আজ বিরল ব্লু মুনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

আজ বিরল ব্লু মুনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

সানশাইন ডেস্ক : সাধারণত কোনো মাসে যদি দুবার ফুল মুন অর্থাৎ পূর্ণিমা পড়ে, তবে দ্বিতীয় বা শেষ পূর্ণিমাতে দেখা মিলে ব্লু মুনের। অক্টোবর মাসের প্রথম দিন ছিল পূর্ণিমা। ৩১ অক্টোবর ফের পূর্ণিমা পড়েছে। তাই এই সুযোগ মিলতে চলেছে। ব্লু মুন সাধারণত কোনো মৌসুমের তৃতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয়। বসন্ত, গ্রীষ্ম,

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

চাকুরির নিয়োগ দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

চাকুরির নিয়োগ দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

সানশাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেয়া হবে। রাবির নিজস্ব ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম: কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ০১ টি। বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা। পদের নাম: মেডিক্যাল টেকনােলজিস্ট (ফিজিওখেরাপি) পদ সংখ্যা: ০২ টি। বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা। পদের নাম: মেডিক্যাল টেকনােলজিস্ট (ডেন্টাল) পদ সংখ্যা:

বিস্তারিত