Daily Sunshine

বড়াইগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

Share

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চার বছর বয়সের এক কন্যা শিশুকে চকলেটের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আব্দুল মান্নানকে (৬৫) আটক করেছে পুলিশ। আটক আব্দুল মান্নান উপজেলার চর নটাবাড়িয়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার আব্দুল মান্নান প্রতিবেশী শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে সন্ধ্যায় শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে আব্দুল মান্নান আত্মগোপন করে। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, শনিবার অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর ২০
০৫:৪৫ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

দুরারোগ্য মিনিংগোসেলে আক্রান্ত শিশু ইমলা

দুরারোগ্য মিনিংগোসেলে আক্রান্ত শিশু ইমলা

স্টাফ রিপোর্টার: দুরারোগ্য মিনিংগোসেল রোগ নিয়ে পৃথিবীতে আসা শিশু আয়াতী খাতুন ইমলা। বয়স মাত্র ১০ মাস। ছোট্ট এই শিশুটির এখন পরিবারের সবার কোলে আদরে আদরে বেড়ে ওঠার সময়। কিন্তু দুরারোগ্য রোগ নিয়ে শিশুটির যন্ত্রণার সময় কাটে বিছানায়। তার কান্নার শব্দে কষ্ট পায় পুরো পরিবার। কিন্তু ব্যবস্থা হচ্ছে না তার চিকিৎসার।

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

সানশাইন ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৩৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’

বিস্তারিত