Daily Sunshine

১৮ ক্রিকেটারদের সবাই করোনা নেগেটিভ

Share

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে দ্বিতীয় দফায় বাংলাদেশের ১৮ ক্রিকেটারে সবাই করোনা নেগেটিভ ফল এসেছে। গত শুক্রবার তাদের বাসায় গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ হয়। গতকাল শনিবার বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, ১৮ জনের সবার করোনা নেগেটিভ ফল এসেছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম দফায় করোনা পরীক্ষায় সাইফ হাসান ও ট্রেনার নিক লির করোনা পজিটিভ ধরা পড়ে। যদিও পরে নিক লি নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন। তবে দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ আসে সাইফ হাসানের।
এদিকে শনিবার ঢাকার বাইরে থেকে যেসব ক্রিকেটার অনুশীলনে যোগ দেবেন তাদের নমুনা সংগ্রহের কথা রয়েছে। লঙ্কা সফরের জন্য প্রাথমিক দলে থাকা সম্ভাব্য ক্রিকেটারদের করোনা পরীক্ষা করিয়ে টিম হোটেলে ওঠানোর কথা ছিল। তবে শ্রীলঙ্কা আদৌ হবে কী না এনিয়ে জেগেছে শঙ্কা।
গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী জানান, ‘ইতোমধ্যে বেশকিছু বিষয় শ্রীলঙ্কান বোর্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে একটা বিবৃতি গিয়েছে, যেহেতু সফরের সময় ঘনিয়ে আসছিল। এরপর আর আলোচনা হয়নি। যতটুকু জেনেছি বা শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে তা হলো আমাদের বিষয়গুলো তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং ইতিবাচক সভা হয়েছে। আমরা আশা করেছি আগামী দুই একদিনের মধ্যে তাদের কাছ থেকে দিক নির্দেশনা বা হেলথ প্রোটোকল পাব।’

সেপ্টেম্বর ২০
০৫:৪৩ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

নগরীর পুরাতন বইয়ের বাজার, কেমন আছেন দোকানীরা?

নগরীর পুরাতন বইয়ের বাজার, কেমন আছেন দোকানীরা?

আবু সাঈদ রনি: সোনাদীঘি মসজিদের কোল ঘেষে গড়ে উঠেছে রাজশাহীর ঐতিহ্যবাহী পুরাতন বইয়ের দোকান। নিম্নবিত্ত ও অস্বচ্ছল শিক্ষার্থীদের একমাত্র আশ্রয়স্থল এই পুরাতন লাইব্রেরী। মধ্যবিত্তরা যে যায় না ঠিক তেমনটিও না। কি নেই এই লাইব্রেরীতে? একাডেমিক, এডমিশন, জব প্রিপারেশনসহ সব ধরনের বই রাখা আছে সারি সারি সাজানো। নতুন বইয়ের দোকানের সন্নিকটে

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

চাকুরির নিয়োগ দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

চাকুরির নিয়োগ দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

সানশাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেয়া হবে। রাবির নিজস্ব ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম: কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ০১ টি। বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা। পদের নাম: মেডিক্যাল টেকনােলজিস্ট (ফিজিওখেরাপি) পদ সংখ্যা: ০২ টি। বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা। পদের নাম: মেডিক্যাল টেকনােলজিস্ট (ডেন্টাল) পদ সংখ্যা:

বিস্তারিত