Daily Sunshine

রাণীনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ফরিদা

Share

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। সোমবার দুপুরে পরিষদে চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে চেয়ারে বসেন তিনি।
জানা গেছে, নওগাঁÑ৬ রাণীনগর-আত্রাই আসনের এমপি ইসরাফিল আলম গত ২৭ জুলাই মারা গেলে এ আসন শূন্য ঘোষণা করে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র তোলেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলাল। তাকে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে চুড়ান্ত করে। প্রার্থীতা ঘোষণার পর গত ৮ সেপ্টেম্বর নিয়ম অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আনোয়ার হোসেন হেলাল।
ওইদিনই সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় পদটি শূন্য ঘোষণা করে। এরপর গত ৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা বেগমকে রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হলে সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় সদ্য বিদায়ী চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফু, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসানাত খান হাসানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, পরবর্তী নির্বাচিত চেয়ারম্যান দায়িত্বভার গ্রহনের আগ পর্যন্ত ফরিদা বেগম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সেপ্টেম্বর ১৫
০৬:২৪ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আসাদুজ্জামান নূর : ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশা ছিল জুবাইদা খাতুন তন্বীর। ক্লাসের ফাঁকে, মন খারাপ থাকলে বা বোরিং লাগলে ছবি আঁকতেন তিনি। কারও ঘরের ওয়ালমেট, পরনের বাহারি পোশাক ইত্যাদি দেখেই এঁকে ফেলতেন হুবহু। এই আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়েই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। তুলির খোঁচায় পরিধেয় পোশাকে বাহারি নকশা, ছবি, ফুল

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

সানশাইন ডেস্ক : সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়। এরপর অবসরের বয়স বাড়ানো হলেও প্রবেশের বয়স আর বাড়েনি। বেকারত্ব বেড়ে যাওয়া, সেশনজট, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে উদ্যোগ নেয়নি

বিস্তারিত