Daily Sunshine

রাজশাহী বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বগুড়া ও রাজশাহী জেলায় করোনাভাইরাসে আরও ৩জন মারা গেছেন। মঙ্গলবার বগুড়ায় দুইজনের মৃত্যু হয়েছে। আর রাজশাহীতে মারা গেছেন একজন। বিভাগে এ নিয়ে মৃতের সংখ্যা ১৪১ জনে দাঁড়াল। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৮৫ জন মারা গেছেন। এছাড়া রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৩, নাটোরে ১, জয়পুরহাটে ২ জন, সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিভাগে নতুন ২১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৭১ জনের বাড়ি রাজশাহী। এছাড়া নওগাঁর ২ জন, নাটোরের ১ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়ার ৮৪ জন, সিরাজগঞ্জের ৪৭ জন এবং পাবনার ৩ জন শনাক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৮৯ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৩১১ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৩৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮, নওগাঁয় ৮৪১, নাটোরে ৩৮৭, জয়পুরহাটে ৬৫৫, সিরাজগঞ্জে ১ হাজার ১৩০ জন এবং পাবনায় ৬৯৬ জন শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার বিভাগে সুস্থ হয়েছেন ২৬৪ জন। এদের মধ্যে ২০২ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ৩ জন, নওগাঁর ১৭ জন, নাটোরের ১৪ জন, জয়পুরহাটের ৫ জন, সিরাজগঞ্জের ৯ জন এবং পাবনার ৭ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন। এর মধ্যে রাজশাহীর ৭৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩৪ জন, নওগাঁর ৬১২ জন, নাটোরের ১৪৪ জন, জয়পুরহাটের ১৯৫ জন, বগুড়ার ২ হাজার ৩৯৬ জন, সিরাজগঞ্জের ৩০৩ জন এবং পাবনার ৩০৯ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯২ জন কোভিড-১৯ রোগী।

জুলাই ২৩
০৫:৫৬ ২০২০

আরও খবর

বিশেষ সংবাদ

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

অবিশ্বাস্য হলেও সত্য, এক মৃত ব্যক্তির কবর খোরার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে কবরে দুই পাশের মাটিতে। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত