Daily Sunshine

নাটোরে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ

Share

স্টাফ রিপোর্টার,নাটোর : “মৎস্য উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি”-এই স্লোগান নিয়ে নাটোরে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০। এ উপলক্ষে বুধবার সকালে মাছ পোনা অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে জলাশয়ে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এই সময় উপস্থিত ছিলো পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম , জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তুজা আলী বাবলু, উপজেলা মৎস্য অফিসার নাজিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ে সরকারী-বেসরকারী কর্মকর্তা মাছের পোনা অবমুক্ত করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর কৃষি অধিদপ্তর স্বাস্থ্য দপ্তর সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

জুলাই ২৩
০৫:৪৬ ২০২০

আরও খবর