Daily Sunshine

করোনার ভ্যাকসিনের ওপর নির্ভর করছে অলিম্পিকের ভবিষ্যৎ

Share

স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছরের টোকিও অলিম্পিক স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জুলাইতে হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বৈশ্বিক এই টুর্নামেন্টটি। তবে টুর্নামেন্ট আয়োজনকারী কমিটির সভাপতি ইয়োশিরো মোরি আগামী বছর টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হবে কি না সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন। জানিয়েছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার সম্ভব হলেই কেবল অলিম্পিক আয়োজনের সম্ভাবনা দেখছেন তিনি।
জাপানের একটি চ্যানেলে সাক্ষাৎকারের সময় মোরি জানান, ২০২১ সালের অলিম্পিক আয়োজনের বিষয় নির্ভর করছে ভ্যাকসিন আবিষ্কারের উপর। তিনি বলেন, ‘সামনের বছরের অলিম্পিকের বিষয়ে বলতে গেলে আমাদের করোনাভাইরাস নিয়ন্ত্রণের বিষয়ে ভাবতে হচ্ছে। আমাদের প্রাথমিক লক্ষ্য কোনো ভ্যাকসিন বা ড্রাগ যত তাড়াতাড়ি সামনে আসবে ততই মঙ্গল। কিন্তু করোনা পরিস্থিতির যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা আয়োজন করতে পারবো না। একমাত্র ভ্যাকসিন আবিষ্কার হলেই সামনের বছরের অলিম্পিক আয়োজন সম্ভব হবে।’
এদিকে ইয়োশিরো মোরি আরও জানান, যদি দর্শকদের মাঠে উপস্থিত থাকার সম্ভাবনা না থাকে, তবে অলিম্পিক আয়োজন করার মানেই হয় না। সেক্ষেত্রে বাতিলের বিষয়ে ভাববে তারা। মোরি আরও যোগ করেন, ‘আমি এটা ভাবতেই চাই না যে, করোনার এই অবস্থা আরও এক বছর ধরে স্থায়ী হবে। যদি তাই হয় এবং দর্শক ছাড়া অলিম্পিক আয়োজনের প্রস্তাব আসে; সেক্ষেত্রে এবারের আসরটি বাতিল করার চিন্তা করতে হবে।’ জাপানে এখন পর্যন্ত ২৬ হাজার তিনশো জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় এক হাজারের মতো। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবার বেড়ে চলছে।

জুলাই ২৩
০৫:৪৬ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

সানশাইন ডেস্ক : দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন তাদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

সানশাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে বেশ কিছু সরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেছে। তবে অবস্থা স্বাভাবিক হলে সামনে এসব পরীক্ষা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরীক্ষাগুলোর জন্য এই সময়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আরও ভালোভাবে। পিএসসির পরীক্ষা করোনাভাইরাসের কারণে বেশ কিছু পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসি

বিস্তারিত