Daily Sunshine

আ’লীগ নেতা ওয়ারেস আলীর মৃত্যুতে নগর আ’লীগের শোক

Share

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ওয়ারেস আলী সরকার মঙ্গলবার সকাল ৯টায় সিডিএম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ওয়ারেশ আলীর জানাযার নামাজ মঙ্গলবার বিকাল ৪টায় উত্তর নওদাপাড়া ট্রাক টার্মিনাল মাঠে অনুষ্ঠিত হয়। পরে কালুর মোড়ে পারিবারিক গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, শাহ্মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু সহ মুসল্লিগণ।

জুলাই ২২
০৫:১১ ২০২০

আরও খবর