Daily Sunshine

বসুন্ধরা কিংসের সব ম্যাচ মালদ্বীপে

Share

স্পোর্টস ডেস্ক: এএফসি কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। বাংলাদেশের দলটি জিতেছিল ৫-১ গোলে। এরপর করোনার ধাক্কা। মাঠে থাকা ফুটবলাররা চার দেয়ালে বন্দী। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। স্বাস্থ্যবিধি মেনে ফুটবলাররা ফিরছেন তাঁবুতে। ফিরছে ফুটবলও।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে তা জানতে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের কাছে চিঠি পাঠিয়েছিল এএফসি। বাংলাদেশ ও ভারত থেকে কেউ আগ্রহ দেখায়নি। মালদ্বীপ আগ্রহ দেখানোয় তাদের মাটিতেই হচ্ছে টুর্নামেন্টের পরবর্তী খেলা। টুর্নামেন্টের ‘ই’ গ্রুপের খেলা সবগুলোই হবে একটি ভেন্যুতেই।
গ্রুপের ম্যাচগুলো হবে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। ২৩ অক্টোবর স্বাগতিক মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ভারতের চেন্নাই সিটি এবং ১ নভেম্বর টিসি স্পোর্টসের বিপক্ষে খেলবে বসুন্ধরা। বাংলাদেশের ক্লাবটির শেষ ম্যাচ ৪ নভেম্বর মালদ্বীপের দলটির বিপক্ষে।
এএফসির কাছ থেকে যাতায়াত বাবদ ৪০ হাজার ডলার ও খাওয়া-দাওয়া বাবদ ৯০ হাজার ডলার পাবে বসুন্ধরা কিংস ও চেন্নাই এফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ প্রসঙ্গে বলেন , ‘এএফসি কাপে মালদ্বীপ ছাড়া অন্য কোন দেশ ভেন্যু হতে আবেদন করেনি। তাই সেখানেই খেলা হবে। এছাড়া সকল অংশগ্রহণকারী দলকে নিয়ম-কানুন মানতে হবে। এজন্য তাদের দুইদফা কোভিড-১৯ টেস্টও করতে হবে।’

জুলাই ২২
০৫:০৮ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

সানশাইন ডেস্ক : দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন তাদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

সানশাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে বেশ কিছু সরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেছে। তবে অবস্থা স্বাভাবিক হলে সামনে এসব পরীক্ষা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরীক্ষাগুলোর জন্য এই সময়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আরও ভালোভাবে। পিএসসির পরীক্ষা করোনাভাইরাসের কারণে বেশ কিছু পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসি

বিস্তারিত