Daily Sunshine

ক্রিকেটের সংস্পর্শে রোমাঞ্চিত টেইলর

Share

স্পোর্টস ডেস্ক: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। এখন ধীরে ধীরে বিভিন্ন দেশ খেলা কিংবা অনুশীলন শুরুর পদক্ষেপ নিচ্ছে। নিউজিল্যান্ডের করোনা ভাইরাস পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে থাকায় দেশের দক্ষিণাঞ্চলে থাকা ক্রিকেটারদের নিয়ে গত ১৩ জুলাই লিংকনে হয়েছে চার দিনের ক্যাম্প। মাউন্ট মঙ্গানুইতে চলমান এই ক্যাম্পে রস টেইলরের সঙ্গে আছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা।
আনুষ্ঠানিক ট্রেনিং ক্যাম্প শুরুর পর উচ্ছ্বাস প্রকাশ করে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলর বলেন, ‘গত কয়েক মাস ছিল কিছুটা অদ্ভূত। ঘাসের ওপর ট্রেনিংয়ে ফিরতে পেরে তাই ভালো লাগছে। আমাদের বেশ কয়েকজন সিপিএলে খেলতে যাবে। ক্রিকেটের সংস্পর্শে ফিরতে পারাটা দারুণ ব্যাপার। অনেকেরই তো অক্টোবরে ঘরোয়া মৌসুমের আগে খেলায় ফেরা হবে না।’
গত কয়েকমাস ইনডোরে জিম আর বাড়ির আঙিনায় ছুটোছুটি করে সময় কেটেছে টেইলরের। তাই তার উচ্ছাসের কারণটা স্পষ্ট। এই সপ্তাহে দুই গ্রুপে ভাগ হয়ে ট্রেনিং করবেন নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটাররা। প্রধান কোচ গ্যারি স্টেড ও বোলিং কোচ শেন জার্গেনসেন ক্যাম্প পরিচালনা করবেন। করোনা ভাইরাসের প্রকোপে গত মার্চে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল নিউজিল্যান্ডকে। এরপর স্থগিত হয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সফর, বাংলাদেশ সফর।

জুলাই ২১
০৫:৩৪ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

সানশাইন ডেস্ক : দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন তাদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

সানশাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে বেশ কিছু সরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেছে। তবে অবস্থা স্বাভাবিক হলে সামনে এসব পরীক্ষা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরীক্ষাগুলোর জন্য এই সময়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আরও ভালোভাবে। পিএসসির পরীক্ষা করোনাভাইরাসের কারণে বেশ কিছু পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসি

বিস্তারিত