Daily Sunshine

তেরোখাদিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র লিটন

Share

স্টাফ রিপোর্টার : তেরোখাদিয়া সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের আওতাধীন বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে তেরোখাদিয়ায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃক্ষরোপণের পর আবাসিক প্লট সাইটটি ঘুরে দেখেন মেয়র। অনুষ্ঠানের আয়োজক ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশন। কর্মসূচির আওতায় ৪০০টি ফলজ, ভেষজ ও বনজ গাছ লাগানো হয়।
বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল হক সুমন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী কাউসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, স্টাফ অফিসার রাসেল মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে এবিএম হাবিবুল্লাহ ডলারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জুলাই ১৬
০৫:৪০ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

কলঙ্কিত ইতিহাসের ৪৫ বছর

কলঙ্কিত ইতিহাসের ৪৫ বছর

সানশাইন ডেস্ক : আজ জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সানশাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেড়েছে চাকরিপ্রার্থীর সংখ্যা, সঙ্গে ফাঁকা পদের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে এখন তিন লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ ফাঁকা পড়ে আছে, যা মোট পদের ২১ দশমিক ২৭ শতাংশ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, অগাস্ট মাসে কোভিড-১৯ সংক্রমণ কমে আসবে

বিস্তারিত