Daily Sunshine

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ঝুলিয়ে দিল ভারত!

Share

স্পোর্টস ডেস্ক: আসন্ন মৌসুমের সূচি ঘোষণা করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে ভারতের বিপক্ষে হোম সিরিজের সূচিও আছে। কিন্তু বিসিসিআই জানিয়ে দিয়েছে, এই সূচি চুড়ান্ত নয়। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেছেন যে, অস্ট্রেলিয়ায় যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে ভারত সফরের সূচিতে পরিবর্তন হবে।
অরুণ ধুমলের ভাষায়, ‘যে সূচি প্রকাশিত হয়েছে তা ৮ বছরের ফিউচার ট্যুর পোগ্রাম অনুসারে আগে থেকে পরিকল্পিত। আইসিসি যদি এই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না করে, তা হলে অক্টোবরে অস্ট্রেলিয়ায় যাব কেন? কেনই বা ফিরে আসব আর আবার যাব?’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সূচি অনুসারে অক্টোবরে অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টেস্ট সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়, তাহলে ভারতীয় দলকে প্রায় তিন মাস থাকতে হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ না হলে অবশ্য মাঝখানে সময় থাকছে। শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময়ে আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।
অরুণ ধুমলের মতে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচি করেছে। ওরা আয়োজক দেশ। সম্প্রচারকারী সংস্থা ও বাকিদের কাছে এগুলো চূড়ান্ত করতে হবে। যাতে তারাও পরিকল্পনা করতে পারে। তবে এই সিরিজের আগে এখনও চার-পাঁচ মাস সময় আছে। সূচি অনুসারে জুলাইয়ে আমাদের শ্রীলঙ্কা সফর আছে। যদি ক্রিকেটারদের পক্ষে সফর করা নিরপদ হয়, তবে আমরা খেলব। এখনও কোনো কিছুই বাতিল করা হয়নি।’

মে ৩০
০৩:০১ ২০২০

আরও খবর