Daily Sunshine

বাগমারায় এমপি এনামুলের ত্রাণ

Share

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের দিকনির্দেশনায় উপজেলার গনিপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ করেন ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী এনামুল হক।
করোনা ভাইরাসের কারনে চরম খাদ্য সংকটে পড়ে গরীব, দুস্থ, অসহায়, হতদরিদ্রসহ নিম্ন আয়ের মানুষ। সে সকল মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাচ্চা, সেমাই, চিনি এবং চাউল প্রদান করেন। ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন ওয়ার্ডের ছয় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন এনামুল হক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, গনিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইচাহাক আলী, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাস্টার মোজাম্মেল হক, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, গনিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইনসান আলী, সাধারণ সম্পাদক মোসলেম আলী, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য মুনসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিক বাসার সবুজ।

মে ২৩
০৩:০১ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আলোকিত সিটি পেয়েছেন মহানগরবাসী

আলোকিত সিটি পেয়েছেন মহানগরবাসী

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে দাঁড়িয়ে আছে মাস্তুল আকৃতির মজবুত দুইটি পোল। প্রতিটি পোলের উপর রিং বসিয়ে তার চতুরদিকে বসানো হয়েছে উচ্চমানের এলইডি লাইট। আর সেই লাইটের আলোয় আলোকিত বিস্তৃত এলাকা। শুধু শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর নয়, এভাবে মহানগরীর আরো গুরুত্বপূর্ণ ১৪টি চত্বর আলোকিত হয় প্রতি

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরি প্রার্থীর বয়সে ছাড়

সরকারি চাকরি প্রার্থীর বয়সে ছাড়

সানশাইন ডেস্ক : করোনা মহামারিতে সাধারণ ছুটিতে স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে স্থগিত ছিল সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া। এ কয়েক মাসে নিয়োগ বিজ্ঞপ্তি পায়নি দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠী। অংশ নিতে পারেনি কোনো নিয়োগ পরীক্ষাতেও। অনেকেরই বয়স পেরিয়ে গেছে ৩০ বছর। স্বাভাবিকভাবেই সরকারি চাকরির আবেদনে সুযোগ শেষ হয়ে যায় তাদের। তবে এ দুর্যোগকালীন

বিস্তারিত