Daily Sunshine

ঈদ হোক অসহায়কে পাশে নিয়ে

Share

প্রতিবছর ঈদ আসে। ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে নতুন পোশাক-টেবিল ভর্তি খাবার আর উৎসব-আনন্দ। তবে এবার ঈদে শুধু আত্ম কেন্দ্রিক হলে চলবে না। নিজের ও নিজের পরিবারের পাশাপাশি বাড়ির পাশের দরিদ্র পরিবারটির পাশে দাঁড়াতে হবে। আপনার সম্পদ থেকে গরীবের হকটুকু বুঝিয়ে দিতে হবে।
ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনোই কাউকে আত্মকেন্দ্রিক হতে শেখায় না। ইসলাম দরিদ্রকে দান করতে শেখায়। ইসলাম ধর্ম শিক্ষা দেয়, নিজে পেট পুরে খাবার আগে প্রতিবেশী খেয়েছে কিনা তার খবর নিতে। আর এবার করোনা পরিস্থিতির কারণে দেশের সাধারণ মানুষদের একটি বড় অংশই কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া মানুষগুলো কখনোই হয়তো কারো কাছে হাত পাতেনি বা এই পরিস্থিতিতেও চক্ষুলজ্জার খাতিরে কারো কাছে হাত পাততে পারবে না। তারা চাইলেও হয়তো দেশের বর্তমান পরিস্থিতির কারণে কর্মের মাধ্যমে রোজগার করে এনে নিজের ও পরিবারের মানুষগুলোর জন্য ভালো খাবার ও নতুন কাপড় জোগাড় করতে পারবে না।
এমন অবস্থায় এই অসহায় মানুষগুলোর পাশে শুধু সরকার নয় আমাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ইসলাম ধর্মে যাকাত, ছদকা, ফেতরাসহ দানের যে বিষয়গুলো উল্লেখ করা আছে তা প্রতিটি সক্ষম মানুষ যদি ঠিক মতো আদায় করে তবে হয়তো দরিদ্রদের শুধু সরকারের দেয়া সাহায্যের প্রতি চেয়ে থাকতে হবে না। গরীবের হক আদায় করতে হবে আমাদের সকলকে। আর করোনা কালীন সময়ে এই হক ঠিকমতো আদায় করা আরো বেশি জরুরী, যাতে উপযুক্ত মানুষটির হাতে আমাদের দানের সেই অর্থটা গিয়ে পৌছে। তাই আপনার সম্পদের যে অংশটুকুতে গরীবের ন্যায্য হক আছে তা সময়মতো গরীবকে বুঝিয়ে দিন।

মে ২০
০৪:৫৫ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

সানশাইন ডেস্ক: সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা (২০১৮ সালভিত্তিক) স্থগিত করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার (২৮ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে সাতটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে সেগুলো হলো হলো—সোনালী

বিস্তারিত