Daily Sunshine

বন্ধ হলো রোমান সানাদের ক্যাম্প

Share

স্পোর্টস ডেস্ক: কোচ মার্টিন ফ্রেডরিকের (বাঁয়ে) অধীনে চলছিল রোমান সানাদের ক্যাম্পদেশে সব ধরনের খেলা ও অনুশীলন বন্ধ থাকলেও চলছিল শুধু আর্চারির ক্যাম্প। এ বছরের টোকিও অলিম্পিককে সামনে রেখে রোমান সানাদের প্রস্তুতি চলছিল। কিন্তু গতকাল মঙ্গলবার সেই ক্যাম্পও বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ৪ এপ্রিল পর্যন্ত ক্যাম্প বন্ধ থাকবে। করোনাভাইরাসের ব্যাপকতা বাড়ায় ‘রাষ্ট্রীয় প্রয়োজনে’ প্রস্তুতির ভেন্যু টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম ছেড়ে দিতে হয়েছে রুমানদের। আজই আর্চারদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিষয়টি, ‘রাষ্ট্রীয় স্বার্থে আমরা ক্যাম্প ছেড়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন আবার ক্যাম্প শুরু করা যাবে।’ ক্যাম্প ছাড়া আর্চারদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছেন তারা, ‘সব আর্চারকে আমরা বিশেষ ব্যবস্থাপনায় যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের ছেলেমেয়েরা খুব শৃঙ্খল। আশা করছি, তারা নিজেদের সুরক্ষা করতে পারবে।’

মার্চ ২৫
০৫:৪৬ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

সানশাইন ডেস্ক : দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন তাদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

সানশাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে বেশ কিছু সরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেছে। তবে অবস্থা স্বাভাবিক হলে সামনে এসব পরীক্ষা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরীক্ষাগুলোর জন্য এই সময়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আরও ভালোভাবে। পিএসসির পরীক্ষা করোনাভাইরাসের কারণে বেশ কিছু পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসি

বিস্তারিত