Daily Sunshine

রিভার ভিউ স্কুলের প্রথম পুনর্মিলনী ১৭ জানুয়ারি

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলের দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী আগামী ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের প্রথম দিনে আনন্দ র‌্যালি, আলোচনা সভা, পরিচিতি পর্ব, গম্ভীরা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সংসদসদস্য ফজলে হোসেন বাদশা। দ্বিতীয় দিনে থাকবে স্মৃতিচারণা, স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উপহার প্রদান, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পর্ন হয়েছে। চলছে মঞ্চ তৈরির কাজ ও প্যান্ডেলের কাজ।
গতকাল সরেজমিনে স্কুল ঘুরে দেখা গেছে স্কুলের সামনের মাঠে চলছে মঞ্চ ও প্যানডেল তৈরির কাজ। স্কুলটি সাজানো হয়েছে লাল-নীল বাতি দিয়ে। শুধু স্কুলই নয় সিএন্ডবির মোড় থেকে স্কুল যাওয়ার রাস্তার দুইপাশও সাজানো হয়েছে লাল-নীল বাতি দিয়ে। যা রাতের বেলা ফুটিয়ে তুলছে অন্যরুপ।
এদিকে, প্রথম পুনর্মিলনী উপলক্ষে আজ (বুধবার) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ‘অ্যালামনাই পুনর্মিলনী কমিটির সভাপতি ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীনসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

জানুয়ারি ১৫
০৪:০৭ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীঘ্রই শেষ হচ্ছে করোনার প্রকোপ!

শীঘ্রই শেষ হচ্ছে করোনার প্রকোপ!

সানশাইন ডেস্ক : গোটা বিশ্বকে ভালোই ভুগিয়েছে ছোট্ট একটি জীবাণু। বিশ্বের নানা দেশ ও অঞ্চলে আধিপত্য বিস্তার করে এই ভাইরাস এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, এখন ৪০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হলেও তাদের কোনো উপসর্গ প্রকাশ পাচ্ছে না। আর এতেই আশার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে,

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সানশাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেড়েছে চাকরিপ্রার্থীর সংখ্যা, সঙ্গে ফাঁকা পদের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে এখন তিন লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ ফাঁকা পড়ে আছে, যা মোট পদের ২১ দশমিক ২৭ শতাংশ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, অগাস্ট মাসে কোভিড-১৯ সংক্রমণ কমে আসবে

বিস্তারিত