সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৫ হাজার ১৫৭ জন শিশুকে একটি করে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যামপেইন কর্মসুচি উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

বিকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডা.রাকিবুল ইসলাম, ইপিআই কর্মকর্তা আমিরুল মোমেনিন জীবন।

সভায় জানানো হয়, আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৫’শ ৭১ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮০ হাজার ৫’শ ৮৬ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্যকর্মী ও স্বে চ্ছোসেবকসহ কাজ করবেন ৩ হাজার ৪৮৩ জন।
জেলার মোট ১ হাজার ১৬৫টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: জুন ৯, ২০২২ | সময়: ৭:৪০ অপরাহ্ণ | Daily Sunshine