বৃহস্পতিবার, ১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ হয়। পরীক্ষায় নগরীর ৮৬টি স্কুলের মোট এক হাজার ৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
এদের মধ্যে বিভিন্ন গ্রেডে মোট ১৮৮জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৮জন, প্রথম গ্রেডে ১৮ জন, দ্বিতীয় গ্রেডে ১৮ জন, তৃতীয় গ্রেডে ১৮জন এবং সাধারণ গ্রেডে মোট ১১৬ জন। নিজ নিজ বিদ্যালয় থেকে ফলাফল সংগ্রহ করতে হবে বলে অত্র এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন জানান। উল্লেখ্য গত বছরের ২৬ ডিসেম্বর এই বৃত্তি পরীক্ষা অনুুষ্ঠিত হয়।