Daily Sunshine

প্রধানমন্ত্রীর সঙ্গে রাজশাহীর নতুন নেতৃবৃন্দের সাক্ষাত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

Share

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলার নতুন সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারাসহ নেতৃবৃন্দ।
বুধবার রাতে গণভবনে সাক্ষাত করেন নতুন নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গণভবনে সাক্ষাতের সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা নতুন কমিটি উপহার দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনার (প্রধানমন্ত্রী) নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগকে যেকোন সময়ের চেয়ে যেকোন মূল্যে শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগকে নবীন-প্রবীণ মিলে কমিটি দেয়া হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগকে আগের চাইতে সুসংগঠিত ও শক্তিশালী করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করার বিরুদ্ধে যারা অবস্থান নিবেন তাদের কঠোর শাস্তি পেতে হবে হুশিয়ারি দেন শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের এমপি আবিদা আনজুম মিতা, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, কাকনহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুল মজিদ মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এড. আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়রম্যান মেরাজ উদ্দিন মেরাজ প্রমুখ।
এদিকে, বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে যান রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেখানে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, জেলার নতুন সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের এমপি আবিদা আনজুম মিতা, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, কাকনহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুল মজিদ মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, কাটাখালি পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক ও মেয়র আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এড. আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়রম্যান মেরাজ উদ্দিন মেরাজ প্রমুখ।

ডিসেম্বর ১৩
০৪:২৯ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সানশাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেড়েছে চাকরিপ্রার্থীর সংখ্যা, সঙ্গে ফাঁকা পদের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে এখন তিন লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ ফাঁকা পড়ে আছে, যা মোট পদের ২১ দশমিক ২৭ শতাংশ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, অগাস্ট মাসে কোভিড-১৯ সংক্রমণ কমে আসবে

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সানশাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেড়েছে চাকরিপ্রার্থীর সংখ্যা, সঙ্গে ফাঁকা পদের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে এখন তিন লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ ফাঁকা পড়ে আছে, যা মোট পদের ২১ দশমিক ২৭ শতাংশ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, অগাস্ট মাসে কোভিড-১৯ সংক্রমণ কমে আসবে

বিস্তারিত