Daily Sunshine

রাজশাহীতে হফাজতে ইসলামের বিক্ষোভ

Share

স্টাফ রিপোর্টার : ভোলায় ইসলাম অবমাননা এবং প্রতিবাদী তৌহিদী জনতার উপর পুলিশি নৃশংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগরী শাখা।
বিকাল তিনটায় নগরীর জিরোপয়েন্টে অবস্থিত বড় মসজিদের সমনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারো জিরো পয়েন্টে এসে শেষ হয়। এসময় পুলিশি পাহাড়ায় বড় মসজিদের সমনে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তারা জানান, নবীজীকে নিয়ে করা কটুক্তর প্রতিবাদে আয়োজিত সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। এতে কয়েকজন নিহত হয়েছে। এটা অত্যান্ত দুঃখজনক। এসময় বক্তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অন্যদিকে অভিযুক্ত হিন্দু যুবককে অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবি জানান তারা। এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর রাজশাহী জেলা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৩
০৩:৪৮ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

দুই নেতার শীতল যুদ্ধে বিএনপিতে বিভক্তি!

দুই নেতার শীতল যুদ্ধে বিএনপিতে বিভক্তি!

সানশাইন ডেস্ক : দলে প্রভাব বিস্তার, সিদ্ধান্ত গ্রহণে দ্বিমুখিতা, প্রাত্যহিক কার্যক্রমে সমন্বয়হীনতাসহ সাংগঠনিক দ্বন্দ্বে বিএনপিতে বিভক্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নেতারা পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ছেন শীতল যুদ্ধে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ পাশ কাটিয়ে বিশেষ ক্ষমতাবলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নিজের মতো করে দলের

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

বিশেষ বিসিএসে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ

বিশেষ বিসিএসে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ

সানশাইন ডেস্ক : সংকট মোকাবিলায় নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার। এজন্য বিসিএস নিয়োগবিধি সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন সোমবার (২৭ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে বিশেষ

বিস্তারিত