শুক্রবার, ২০শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ১৩ কেজি গাঁজা ও ১০পিচ ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংড়া থানার পুলিশ। সোমবার রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ক্ষিরপোতা গ্রামের সোহরাব খা (৭৫), সোবহান সরকার (৭০), কঞ্চিভদ্রা গ্রামের হাসান (৬৫), বড়গ্রাম শাহপাড়ার তাজু (৪৫), বড় শাঐল গ্রামের জাহিদুল ইসলাম (৩২), নিংগইন ভাটোপাড়া মহল্লার রাকিবুল ইসলাম (২৫)।
মঙ্গলবার সিংড়া থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান প্রেসব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে ১২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ১০পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান আরও জানান, মাদক নির্র্মূলে কঠোর অবস্থানে রয়েছে নাটোর জেলার পুলিশ। প্রেসব্রিফিংয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নেয়ামুল আলম উপস্থিত ছিলেন।