বুধবার, ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: সাংবাদিক ডাবলু কুমার ঘোষের বড় ভাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল কুমার ঘোষের শেষকৃত্য শিবগঞ্জ মহাশ্মশানে অনুষ্ঠিত হয় । শেষকৃত্যের খবর পেয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাম্বলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মহাশ্মশানে উপস্থিত হলে এক হ্রদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বাবুল ঘোষের মরদেহ ট্রাক যোগে শিবগঞ্জ মহাশ্মসান ঘাট এলাকায় পৌছালে সেখানে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় শিবগঞ্জ পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রদীপ কুমার বড়গড়িয়া মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সংক্ষিপ্ত এক শোকসভায় বক্তব্য রাখেন, প্রয়াত বাবুল কুমার ঘোষের মেয়ে, ছোট ভাই সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার বড়গড়িয়া, সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, তর্ক্তিপুর মহাশ্মাসান কমিটির সভাপতি সাধন কুমার মনিগ্রাম, সাধারন সম্পাদক কোমল কুমার ত্রিবেদী, গোমস্তাপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমারসহ স্থানীয় হিন্দু ধর্মাম্বলীর নেতারা। পরে প্রয়াত বাবুল ঘোষের মরদেহ নদী প্রাঙ্গনে ধমীর্য় বিভিন্ন অনুষ্ঠানাদি পালন শেষে মহাশ্মশানে অবস্থিত চুল্লিতে দাহ্য করা হয়।
এর আগে বাবুল কুমার ঘোষ ঢাকায় অবস্থানকালে গত ৭ ফেব্রুয়ারি ভোর ৫ টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ঢাকার মগবাজারে বেসরকারি হাসপাতাল রাসমনিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।