নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় থেকে বেলা ১টা পর্যন্ত একটানা এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মাদ নূর আলম দীন এর সার্বিক তত্¡াবধানে উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ৩টি করে টিম (প্রতিটি টিমে ৪জন করে) মোট ২৪টি টিমে এ কার্যক্রম আগামী ১৩ ফেব্রুয়ইর পর্যন্ত উপজেলার সকল কুকুরটে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হবে।
নিয়ামতপুরে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরের টিকাদান শুরু
ফেব্রুয়ারি ১০
০২:৫৩
২০১৯