শুক্রবার, ২০শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি ও জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা ইসমাঈল হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোদাগাড়ীর পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে অংশ নেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক আসাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী।