চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলামের অবসরজনিত বিদায় ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কলেজের স্টাফ কাউন্সিল অফিসে অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ইনসান আলী, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী ও ইংরেজি বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু, ইতিহাস বিভাগের প্রধান প্রকাশ চন্দ্র শীল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক শহিদুজ্জামান, প্রধান সহকারী শহিদুল্লাহ প্রমুখ।
বক্তরা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলামের দীর্ঘদিনের কলেজে বিভিন্ন অবদান ও তার স্মৃতিচারণ করেন। বিদায় শেষে কলেজের বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যক্ষের বিদায় ও বার্ষিকভোজ
ফেব্রুয়ারি ০৯
০৪:০০
২০১৯