স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজের দুই দিনব্যাপী সায়েন্স ফেস্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাব এ সায়েন্স ফেস্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এসময় তিনি বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গড়তে এ ধরণের কার্যক্রম গ্রহণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এগিয়ে আসা দরকার। এছাড়াও বিজ্ঞান ভীতি দূর করতে এই ফেস্ট নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর পিযুষ কান্তি ফৌজদার, বিজ্ঞান ক্লাবের উপদেষ্টামন্ডলীসহ রাজশাহী কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী ও রাজশাহীর বাইরের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ৬৫০ জন শিক্ষার্থী এবারের সায়েন্স ফেস্টে অংশ নিচ্ছে। প্রতিযোগিরা গণিত, পদার্থ, রসায়ন, জীববিদ্যা ও অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে প্রতিযোগিতা করবে।
রাজশাহী কলেজে সায়েন্স ফেস্ট শুরু
ফেব্রুয়ারি ০৮
০৩:০২
২০১৯