শনিবার, ২১শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: আগামী ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জাতীয় পাটি থেকে কামরুজামান বুলু উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার ৩ টায় উপজেলা নির্বাচন অফিস স্টাফ মাহমুদুর রহমান ও সারওয়ার জাহান নিকট হতে ফরম উত্তোলন করেন কামরুজ্জামান বুলু। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা জাতীয় পার্টির (ভারপ্রাপ্ত আহবায়ক) সহকারী অধ্যাপক কামরুজ্জামান বাবলু, আব্দুল হক, আসাদুল হক।
গত ৬ ফেরুয়ারি জাতীয় পাটির মহা-সচিব মসিউর রহমান রাঙ্গার স্বাক্ষরিত দলের মনোনয়ন কামরুজ্জামান বুলুর তুলে দেন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জি এম কাদের।