স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় রাজস্ব খাতের অর্থায়নে চলতি বছর (রবি মৌসুম) সরিষা প্রদশনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আড়ানী বেড়েরবাড়ি মন্ডলপাড়া জামে মসজিত সংলগ্ন মাঠে দেড় শতাধিক চাষিদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপসহকারি কৃষি কর্মকর্তা রহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুল আলম।
সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিলিপ কুমার সরকার, নেওয়াজ শরিফ, মাহমুদুল হাসান, আবদুল হামিদ, ইউনিয়ন মেম্বর নাদিরা বেগম, কালাম হোসেন, কৃষক ফারুক হোসেন, আবদুর রহিম, আজগর হোসেন।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নিরাপদ পদ্ধতি ব্যবহার করা উচিত। কীটনাশকের সঠিক ব্যবহার ও জৈবিক উপায় ব্যবহারে সরিষা তথা সবজি উৎপাদন করা যায়, এছাড়া পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য সম্মতত সবজি উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন তারা।
বাঘায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ০৮
০২:৫৬
২০১৯