পোরশা প্রতিনিধি: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশায় তৃণমুলের ভোটে মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদের জন্য একক ভাবে দুইজনকে নির্বাচিত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার কাতিপুর কালিনগর স্কুল প্রাঙ্গনে স্থানীয় নেতৃবৃন্দের ভোটে উপজেলা মহিলালীগ সভাপতি নাসিমা বেগম ও কৃষকলীগ সভাপতি শরিফুল ইসলামকে চুড়ান্তভাবে একক প্রার্থী মনোনীত করা হয়। দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পোরশা উপজেলার তৃণমূল নেতাদের ভোট প্রদানের মাধ্যমে তাদের দুজনকে মনোনিত করা হয়েছে। এতে শরিফুল ইসলাম ৮১ ও নাসিমা বেগম ৩৯ ভোট পেয়েছেন।
পোরশায় তৃণমূলের ভোটে আ’লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন
Spread the love
ফেব্রুয়ারি ০৮
০২:৫৫
২০১৯