স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার এক যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে প্রতিপক্ষরা। ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত যুবকের মা বাদী হয়ে বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেছেন।
আহত ওই যুবকের নাম শফিকুল ইসলাম সুমন (২৬)। তিনি নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার মোমিনুল ইসলামের ছেলে।
আসামিরা হলেন, নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার ফজলে রাব্বীর ছেলে কনক, হড়গ্রাম নতুনপাড়ার খসরুর ছেলে সজল, নিয়ামতের ছেলে ডিপলু, বদরের ছেলে সোহাগ, মৃত আবু বকরের ছেলে হাবিব, রাজপাড়া থানার আলীগঞ্জ ল্যাটাপাড়ার আতিকুলসহ ১৪-১৫ জন। এছাড়া অজ্ঞাত আরো দশ/বারো জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে বারোটার দিকে রাজশাহী নগরীর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে বন্ধুদের সাথে বসে ছিলেন শফিকুল ইসলাম সুমন। এসময় ওই হামলার ঘটনা ঘটে। হামলার সময় বন্ধুরা প্রাণভয়ে পালিয়ে যায়। হামলাকারীরা শফিকুলকে একা পেয়ে চাপাতি, হাসুয়া, চাইনিজ কুড়াল, চাপ্পড় ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মামলার পর থেকে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহীতে যুবককে কুপিয়ে জখম
ফেব্রুয়ারি ০৭
০২:৪৭
২০১৯