স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টর ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মালদা সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপি’র সম্মেলন কেন্দ্রে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে রাজশাহী সেক্টরের ২৩ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম। অন্যদিকে, বিএসএফ মালদা সেক্টরের ২৩ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি শ্রী সঞ্জয় গৌর। বৈঠকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৩টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কগণ এবং মালদা সেক্টরের ৪টি ব্যাটালিয়নের কমান্ড্যান্টগণ অংশগ্রহণ করেন।
আলোচনায় সীমান্তে বাংলাদেশী নিরীহ নাগরিকদের উপর গুলিবর্ষন না করা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য ও অস্ত্র-গোলাবারুদ পাচাররোধ, অবৈধ সীমান্ত পারাপার ও অন্যান্য সীমান্ত সংক্রান্ত বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।
সীমান্তে স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতি রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডারগণ সম্মত হন। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে উদ্ভুত বিভিন্ন আন্তঃসীমান্ত সমস্যা দ্রুত সমাধানে একমত পোষণ করেন। মালদা-রাজশাহী সেক্টরের সীমান্ত এলাকায় বর্তমান শান্তিপূর্ণ সহাবস্থান সর্বদা বজায় রাখার ব্যাপারে দুই পক্ষই দৃঢ়ভাবে ঐক্যমত প্রকাশ করেন।
সীমান্তে যাতে কোনক্রমেই নিরীহ বাংলাদেশী নাগরিকদের উপর গুলিবর্ষন না করা হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সর্তক ব্যবস্থা নেয়ার ব্যাপারে বিএসএফ মালদা সেক্টর কমান্ডার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিজিবি রাজশাহী সেক্টর ও বিএসএফ মালদার পতাকা বৈঠক
ফেব্রুয়ারি ০৭
০২:৪৫
২০১৯