স্টাফ রিপোর্টার : দমকল বিভাগ রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবিরের সভাপতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক নুুরুল ইসলাম। বক্তব্যদেন ফায়ারম্যান মতিউর রহমান, ড্রাইভার ফিরোজ হোসেন, লিডার নুরুন্নবী, সহকারী পরিচালকের দপ্তরের উচ্চমান সহকারী কাম কেশিয়ার আব্দুল কুদ্দুস প্রাণিক, ডিডি দপ্তরের জামিল আখতার, স্টেশন অফিসার ফরিদ হোসেন, রায়গঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোজাম্মেল হক, ওয়ার হাউজ ইন্সপেক্টর সোহেল রানা, আব্দুল খালেক, আবু সামা, আব্দুর রউফ, নবাগত সিনিয়র স্টেশন অফিসার শহিদুল, স্টেশন অফিসার ফরিদ উদ্দিন প্রমুখ।
এদিকে সিনিয়র স্টেশন অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন শহিদুল ইসলাম। সোমবার তিনি দ্বায়িত্বভার বুঝে নেন। তিনি ২০০৪ সালে স্টেশন অফিসার পদে ফায়ার সার্ভিসে যোগদান করেন। এরপর প্রমোশন পেয়ে ওয়ার হাউজ ইন্সপেক্টর ও গত ২০১৮ সালের ২৬ আগস্ট সিনিয়র স্টেশন অফিসার হিসেবে চাঁদপুর ফায়ার স্টেশনে যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে চলতি বছরের ২৩ জানুয়ারি দমকল বিভাগ রাজশাহী সদর দপ্তরে যোগদান করেন।
রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদের বিদায় সংবর্ধনা
ফেব্রুয়ারি ০৫
০৩:৩২
২০১৯