পুরুষদের জন্য আকর্ষণীয় ও নিত্যনতুন পোশাকের সমাহার নিয়ে তাগাম্যান এর নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে রাজধানীর গুলশানে । তাগাম্যান এর সংগ্রহশালায় রয়েছে চিরাচরিত পোশাকের সমন্বয়ে ফরমাল এবং ক্যাজুয়াল পোষাক, সেই সাথে জুতা, ব্যাগ, ওয়ালেট সহ নানা এক্সেসরিজ।
তাগা এবং তাগাম্যান এর এক্সক্লুসিভ আউটলেট রয়েছে ঢাকা ধানমন্ডির সাতমসজিদ রোডস্থ গ্রিনসিটি স্কয়ারে। এ ছাড়াও দেশ জুড়ে আড়ং এর আরো ৮টি আউটলেট উত্তরা, ওয়ারী, যমুনা ফিউচারপার্ক, বসুন্ধরাসিটি, মিরপুর-১২,মগবাজার, হালিশহর এবংময়মনসিংহে। একই সাথে অনলাইনের মাধ্যমে ঃধধমধসধহ.পড়স এই ঠিকানায় গিয়ে তাগাম্যান পণ্য সামগ্রী ঘরে বসেই ক্রয় করার সুযোগ রয়েছে।
তাগাম্যান দেশের অন্যতম লাইফস্টাইল রিটেইল চেইন ব্র্যান্ড আড়ং এর একটি সাব ব্র্যান্ড যা ব্র্যাক সোশালএন্টারপ্রাইজের একটি উদ্যোগ।
‘তাগাম্যান’-এর নতুন আউটলেট এখন গুলশানে
ফেব্রুয়ারি ০৫
০৩:৩১
২০১৯