শনিবার, ২১শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সোমবার স্বর্ণের নকল মূর্তিসহ মুকুল হোসেন (৩৫) নামে এক মূর্তি ব্যবসায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আটককৃত মুকুল উপজেলার পিপুলশন দড়িপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায় দীর্ঘ দিন ধরে মুকুল চলনবিলের বিভিন্ন এলাকায় স্বর্ণের নকল মূর্তি কেনা বেচা করে আসছি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় তার কাছ থেকে একটি স্বর্ণের নকল মূর্তিসহ আটক করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃত প্রতারক মুকুলের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।