শনিবার, ২১শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৪৯০ পিস ইয়াবাসহ স্বজল শেখ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী নগরীর বোয়ালিয়া থানার শেখের চক এলাকার বাচ্চু শেখের ছেলে। রোববার দুুপুর দেড়টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বজল শেখকে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে উক্ত আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।