স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ান প্রত্যাশায় মাঠে নেমেছেন এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্র নেতা এনামুল হক। তার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রলীগের রাজনীতি দিয়ে। আওয়ামী লীগ পরিবারের সদস্য এনামুল হক সাবেক সরকারি কর্মচারি। তিনি বলেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের কয়েকজন সদস্য অংশ গ্রহণ করেন। তিনি সরকারি চাকরিতে থাকার কারনে রাজনীতিতে কোনো পদ পদবি নিতে পারেন নি। তবে সব সময় সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন। এরশাদ বিরোধী আন্দোলনের কারনে তাকে হামলা মামলার শিকার হতে হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থীতার বিষয়ে তিনি বলেন, তিনি মোহনপুর উপজেলায় তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান। তা ছাড়া উপজেলায় পরিবারতন্ত্র উচ্ছেদ করতে তিনি চান দলের মনোনায়ন।
মোহনপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান এনামুল
ফেব্রুয়ারি ০৪
০৩:৩৬
২০১৯