
স্টাফ রিপোর্টার : মহানগরীর ১৭নং ওয়ার্ডের ভাড়ালিপাড়া রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বেলা ১১টায় কাজ পরিদর্শনে যান মেয়র।
জানা গেছে, শিশুপার্ক থেকে রাজশাহী বাইপাস পর্যন্ত ১ দশমিক ২ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছে। শনিবার রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে যান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি কাজের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্ববধায়ক প্রকৌশলী খায়রুল বাসারসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।