বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৩৮ বোতল ফেন্সিডিলসহ জামিল হাসান (২২) নামের এক বাসযাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সুতিরপাড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী তুহিন পরিবহণে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। আটক জামিল হাসান ময়মনসিংহ সদরের পুরোহিতপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সরোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সূতির পাড় এলাকায় তুহিন পরিবহণ বাসে তল্লাশী চালানো হয়। এ সময় ৩৮ বোতল ফেন্সিডিলসহ বাসের যাত্রী জামিল হাসানকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বড়াইগ্রামে বাসযাত্রী ফেন্সিডিলসহ আটক
ফেব্রুয়ারি ০৩
০৩:৪৫
২০১৯