স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শাহীন স্কুলের আয়োজনে শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগরীর উপশহর বড় মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান, শাহীন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সি ইএফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। প্রধান অতিথি ছিলেন মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুর রশিদ ও এন.টিভি এর রাজশাহীর শাখার সিনিয়র রিপোর্টার শ.ম সাজু। এছাড়াও তথ্য ও যোগাযোগ কর্পোরেট অফিস শাহীন শিক্ষা পরিবারের পরিচালক রফিজ উদ্দিন, রাজশাহী শাখার পরিচালক শাহেদ হাসান, আব্দুল্লাহ আল মামুন ও হাবিবুর রহমানসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নগরীতে শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
Spread the love
ফেব্রুয়ারি ০৩
০৩:৪৫
২০১৯