বৃহস্পতিবার, ১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: শনিবার লালপুর উপজেলার উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির এক বর্ধিত সভায় নর্থ বেঙ্গল সুগার মিলে আখ সরবরাহ বাবদ চাষীদের পাওনা টাকা পরিশোধের দাবি করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোপালপুরস্থ কার্যালয়ে আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আখচাষী সমিতির উপদেষ্টা অধ্যাপক সুকুমার সরকার, সাধারণ সম্পাদক এ্যাড. আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আখচাষী নেতা ডা. বেলাল হোসেন, আব্দুল আজিজ , নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক – কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রব, আব্দুল সামাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চলমান সংকট নিরসনের জন্য ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে ৫ দফা দাবী সম্বলিত দাবীনামা পেশ করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে আখচাষীদের বকেয়া টাকা পরিশোধসহ অন্যান্য অনিয়ম দূর করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।