স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর সদরের দিয়ার সাতুরিয়া গ্রামে শনিবার দুপুরে এক পিতার নির্যাতনে তার একমাত্র শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শনিবার সকাল ১১টার দিকে দিয়ার সাতুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজিবুল ইসলাম রাজিব (২৫) তার পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে নূরকে রাস্তায় পড়ে থাকা অর্ধেক সিগারেট তুলে টানতে দেখতে পান। পাঁচ বছর বয়সী ছেলেকে সিগারেট টানতে দেখে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা রাজিব। ছেলেকে তাড়া করে অনেকটা পথ দৌড়ে ধরার পর দু’তিনটা চড় থাপ্পর দিতেই জ্ঞান হারায় শিশু পুত্র নূর। পরে স্থানীয় চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ২টার দিকে নূর মারা যায়। ঘটনার পর থেকে বাবা রাজিব নিজের ভূল বুঝতে পেরে এখন পাগল প্রায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নাটোর থানার ওসি জালাল উদ্দিন জানিয়েছেন, বিকেল সোয়া চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেন নাই।
নাটোরে পিতার হাতে শিশু খুন
ফেব্রুয়ারি ০৩
০৩:৪২
২০১৯