বুধবার, ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তরিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আজিজুল আলম বেন্টু, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু, গোলাম আকবর খোকন, আব্দুল্লাহ খান প্রমূখ।
অনুষ্ঠানে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য ও সন্ত্রাস নির্মূল বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে মাদক প্রবন এলাকাগুলো চিহ্নিত করে তাদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান পুলিশের কর্মকর্তারা।