স্টাফ রিপোর্টার: ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে রাজশাহী জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরন সভায় এই তথ্য জানানো হয়েছে।
ঢাকার মহাখালি সংক্রামক ব্যাধি হাসপাতালের রোগ নিয়ন্ত্রন শাখার ডা. রাশেদ আলী শাহ্ বলেন, ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে সারাদেশে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ২৬ জেলায় টিকা দেয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজশাহী জেলায় এই কার্যক্রম শুরু হবে। রাজশাহী জেলার ২৮ হাজার ৪শ’ কুকুরকে এই ভ্যাকসিন দেয়া হবে। সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ৩০টি টিম, জেলার প্রতিটি ইউনিয়নে ২টি ও পৌরসভায় ৩টি করে টিম ৫দিনব্যাপি কুকুরকে ভ্যাকসিন দেয়ার কাজে অংশ নেবে। প্রতিটি টিমে ৫জন সদস্য থাকবেন। জলাতঙ্ক নির্মুলে এই কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
পবায় অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ চেয়ারম্যান বেগম খায়রুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাটেরনারী সার্জন সাগর আহম্মেদ।
জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে রাজশাহীর ২৮ হাজার কুকুরের টিকা দেয়া হবে
ফেব্রুয়ারি ০১
০৩:৪১
২০১৯