স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্টেডিয়াম মাঠে এই ঘোড়া দৌড়া প্রতিযোগিতার আয়োজন করে মাংগো ফাউন্ডেশনে।
জেলার বিভিন্ন এলাকা থেকে ২৭টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেনসহ অন্যরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গোমস্তাপুর উপজেলার সাত বছরের মেয়ে সোনিয়া।
শিবগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
জানুয়ারি ৩০
০৩:৩০
২০১৯