শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তের তারাপুর মাঠ এলাকা থেকে ১ হাজার ৭৮০ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক চোরাকারবারি হল- উপজেলার চরহাসানপুর গাইপাড়ার আশরাফুল হকের ছেলে তরিকুল ইসলাম (২৭)। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- সোমবার দুপুরে মনাকষা ও শিংনগর বিওপি হতে ২৪ সদস্যের একটি দল সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে সীমান্ত পিলার ৪/৫ এস হতে আনুমাণিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তারাপুর মাঠে অভিযান চালিয়ে ১৭৮০ বোতল ফেনসিডিলসহ তরিকুলকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অপর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা রঘুনাথপুর সীমান্ত পিলার ১০/২ এস হতে আনুমানিক ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তর এলাকা থেকে ২’শ পিস ইয়াবা উদ্ধার করেছে ৫৩ বিজিবি’র সদস্যরা। রবিবার দিবাগত রাতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়া এর নেতৃত্বে অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার পিএসসি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত ৭টার দিকে রঘুনাথপুর বিওপির একটি টহলদল নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর হোসেন মিয়া এর নেতৃত্বে সীমান্ত পিলার ১০/২ এস হতে আনুমানিক ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষীরচর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগতি সাপেক্ষে ধ্বংসের নিমিত্তে অত্র ব্যাটালিয়নের মাদকদ্রব্য স্টোরে জমা করা হয়েছে।
শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিলসহ চোরাকারবারি আটক
জানুয়ারি ২৯
০৩:৩৩
২০১৯