রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদভুক্ত চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক গোলাম ফারুক কিডনি রোগে ভুগছেন। তার দুটো কিডনিই অকেজো হয়ে পড়েছে। পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি উন্নত চিকিৎসা করাতে পারছেন না।
সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রায় ৫০ লক্ষ টাকা প্রয়োজন তার। টাকা ব্যয় করে চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। তাই চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
জানা গেছে, ২০১৬ সালে তার হার্টে ব্লক ধরা পড়ে। সেই বছর জুলাই মাসে তার বাইপাস সার্জারি করা হয়। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা এই অধ্যাপকের দুটো কিডনিই অকেজো হয়ে পড়ছে বলে জানান। এরপর সেখানেই তিনি ব্রেইন স্ট্রোক করলে সেখানেই চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা খরচ হয় তার। অর্থাভাবে কিডনির চিকিৎসা করাতে না পারায় ক্রমেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে চিকিৎসা বাবদ প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও উনাকে আর্থিক সাহায্য করেছে। প্রয়োজনে আমরা আর্থিক কিংবা মানুষিকভাবে সাহায্য করতে প্রস্তুত রয়েছি।’
অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না রাবি অধ্যাপক গোলাম ফারুকের
জানুয়ারি ২৮
০৩:২২
২০১৯