প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর শিক্ষা স্কুলে ২০১৯ শিক্ষাবর্ষের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার দুপুর ১২টায় ও ফল ঘোষণা করা হয় রোববার।
নির্বাচনে মোট ১৯ জন প্রার্থী অংশগ্রহণ করে। নির্বাচনে মোট ভোটার ছিল ১৮৫ জন। এরমধ্যে ভোট প্রদান করে ১৪৪ জন। দশম শ্রেণির শিক্ষার্থী সাইলা তাসনিম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন দশম শ্রেণির আফরিনা আক্তার জুঁই ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শারিকা আক্তার শোভা। নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সাইলা তাসনিম সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পেরে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।
নির্বাচিত সদস্যরা হল ফারহান শাহরিয়ার সুমন (দশম), মো. রামিজ রেজা (নবম) তানবিন আহমেদ (অষ্টম সবুজ), মোসা. নাফিসা আনজুম (অষ্টম লাল), আফরাইম আহম্মদ কানন (সপ্তম সবুজ), মুসারাত ইসলাম শশি (সপ্তম লাল), মিনার মাহমুদ খান আহাদ (ষষ্ঠ সবুজ), মিস. ফাতেমা নুর জান্নাত মাইসা (ষষ্ঠ লাল)। নির্বাচিত সদস্যরা সকলের সহযোগিতায় শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে।
শিক্ষা স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
জানুয়ারি ২৮
০৩:২০
২০১৯